বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘ব্রাজিল’ গাড়ি নিয়ে ভক্তের উচ্ছ্বাস

  •    
  • ২০ নভেম্বর, ২০২২ ২৩:১২

সোহেল বলেন, ‘আমি ব্রাজিলের একনিষ্ঠ সমর্থক। অনেক সমর্থক তার প্রিয় দলের ভালোবাসায় কত কী করছে! আমিও পিছিয়ে থাকব কেন! তাই নিজের ব্যবসার কাজে ব্যবহার করা মাইক্রোটি ৩ দিন আগে ব্রাজিলের পতাকার রঙে রাঙিয়েছি।’

কুমিল্লার দেবিদ্বারের মোহাম্মদ সোহেল বালু ব্যবসায়ী। কাজের সূত্রে থাকেন আদর্শ সদর উপজেলায়। ব্রাজিল ফুটবল দলের এতটাই ভক্ত তিনি, যে এবার নিজের মাইক্রোবাসটি সেদেশের পতাকার রঙে রাঙিয়েছেন।

সেই গাড়ি নিয়ে রাস্তায় বের হলেই ফুটবলপ্রেমীরা ঘিরে ধরেন, ছবি তোলেন। এতে বেশ উচ্ছ্বসিত সোহেল।

নিউজবাংলাকে তিনি জানান, ছোটবেলায় নিজেও বেশ ফুটবল খেলেছেন। প্রিয় দল ব্রাজিল আর প্রিয় ফুটবলার রোনাল্ডো।

সোহেল বলেন, ‘আমি ব্রাজিলের একনিষ্ঠ সমর্থক। অনেক সমর্থক তার প্রিয় দলের ভালোবাসায় কত কী করছে! আমিও পিছিয়ে থাকব কেন! তাই নিজের ব্যবসার কাজে ব্যবহার করা মাইক্রোটি ৩ দিন আগে ব্রাজিলের পতাকার রঙে রাঙিয়েছি।

‘তারপর থেকে ব্যবসার কাজে যেখানে গেছি, সেখানেই ব্রাজিল ভক্তরা জড়ো হচ্ছেন। গাড়ির সঙ্গে সেলফি তুলছেন। আমাকে নিয়েও ছবি তুলছেন। আমার সঙ্গে হ্যান্ডশেক করেন।

‘রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় সবাই তাকিয়ে থাকেন। বিষয়টা আমাকে আনন্দ দিচ্ছে। অন্য সব ভক্তের মতো আমারও দোয়া থাকবে, ব্রাজিল এবার বিশ্বকাপ নিবে।’

এ বিভাগের আরো খবর