বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জবি ছাত্রদল নেতাকে ছাত্রলীগের মারধরের অভিযোগ, প্রতিবাদ

  •    
  • ১৮ নভেম্বর, ২০২২ ২১:৪৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, ‘ছাত্রদল নেতার ওপর ছাত্রলীগের হামলার সুষ্ঠু বিচার দাবি করছি। কোনো শিক্ষার্থী ক্লাস করার জন্য বিশ্ববিদ্যালয়ে গেলেও তার ওপর হামলা করছে। সুষ্ঠু বিচার না হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নিজ ক্যাম্পাসে ছাত্রলীগকে শক্ত হাতে দমন করবে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের এক নেতাকে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ছেন।

শুক্রবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে হামলার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

প্রতিবাদলিপিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মুবাইদুর রহমানের উপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। মুবাইদুর রহমান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

আরও বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এই হামলার নিন্দা জানিয়েছেন। ভবিষ্যতে এ ধরনের হামলার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে মারধরের ঘটনা ঘটে বলে জানা যায়। মুবাইদুর রহমান বিশ্ববিদ্যালয়ের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে অধ্যয়নরত।

ছাত্রদল নেতা মুবাইদুর রহমান তার ক্লাস শেষে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার দিকে গেলে একই ব্যাচের গণিত বিভাগের শিক্ষার্থী মাহিমুর রহমান বিজয়ের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে মারধর করে। বিজয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস. এম আকতার হোসাইনের কর্মী।

এ বিষয়ে জানতে ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে বারবার ফোন দেয়া হলেও যোগাযোগ সম্ভব হয়নি।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আকতার হোসাইন বলেন, ‘গতকাল আমরা আমরা ক্যাম্পাসে ছিলাম। এমন কোনো ঘটনার কথা আমার জানা নেই। কেউ যদি ব্যক্তিগত আক্রোশে কারোর ওপর হামলা করে তার দায়ভার আমরা নিতে পারি না।’

শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, ‘ছাত্রদল নেতার ওপর ছাত্রলীগের হামলার সুষ্ঠু বিচার দাবি করছি। কোনো শিক্ষার্থী ক্লাস করার জন্য বিশ্ববিদ্যালয়ে গেলেও তার ওপর হামলা করছে। সুষ্ঠু বিচার না হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নিজ ক্যাম্পাসে ছাত্রলীগকে শক্ত হাতে দমন করবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ‘আমার কাছে মারামারির বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। এ বিষয়ে আমি কিছু জানি না।’

এ বিভাগের আরো খবর