নোয়াখালীর সুবর্ণচরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল-২-এর বিচারক সামছুদ্দিন খালেদ বৃহস্পতিবার দুপুরে এই রায় দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মর্তুজা আলী।
আসামি মোহাম্মদ মিল্লাদের বাড়ি সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের পূর্ব চরমজিদ গ্রামে।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, মিল্লাদ এলাকায় রিকশা চালাতেন। ২০১৭ সালের ২ মার্চ বিকেলে রিকশা নিয়ে বাজারে যাওয়ার সময় পান আনতে বলেন স্ত্রী কোহিনুর বেগম। রাতে বাড়ি ফেরার পর পান না নেয়ায় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে মিল্লাদ ওড়না দিয়ে স্ত্রীর গলা দিয়ে প্যাঁচিয়ে হত্যা করেন। ঘরেই তাকে মাটিচাপা দিয়ে পালিয়ে যান। পরদিন কোহিনুরের বাবার বাড়ির লোকজন গিয়ে মরদেহ খুঁজে পায়। কোহিনুরের ভাই বেলাল উদ্দিন মিল্লাদকে আসামি করে চরজব্বর থানায় হত্যা মামলা করেন।
কয়েকদিনের মধ্যেই মিল্লাদকে গ্রেপ্তার করে পুলিশ।