নতুন হলে স্থানান্তরের ক্ষেত্রে অগ্রাধিকারসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসামুজিব হলের ছাত্রীরা।
হলের সামনে বুধবার সন্ধ্যা ৭টা থেকে বিক্ষোভ শুরু করেন তারা।
ছাত্রীদের দাবিগুলো হলো ১০ ডিসেম্বরের মধ্যে নতুন হলে আবাসন স্থানান্তর নিশ্চিত করা, নতুন কয়েকটি হলের মধ্যে প্রথমটির নাম ‘ফজিলাতুন্নেছা’ রাখা, ফজিলাতুন্নেসাহলের সব ছাত্রীর আবাসন নিশ্চিত করে অন্য হল থেকে নতুন হলে ছাত্রী নেয়ার ব্যবস্থা করা, ফজিলাতুন্নেসাহলের সবাইকে একসঙ্গে নতুন হলে স্থানান্তর এবং বৃহস্পতিবার রাতের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় ছাত্র ও ছাত্রীদের জন্য তিনটি করে ছয়টি আবাসিক হলের নির্মাণকাজ প্রায় শেষের দিকে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলা হয়, ছয়টি হলের মধ্যে একটি করে ছাত্র ও ছাত্রীদের হল চলতি মাসেই উদ্বোধন করা হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের সব হল থেকেই শিক্ষার্থীদের একটি অংশ নতুন হলে থাকার সুযোগ পাবেন।
এ বিজ্ঞপ্তির পর ফজিলাতুন্নেসাহলের ছাত্রীরা আশঙ্কা করছেন, সব হলের ছাত্রীদের সমান সুযোগ থাকলে নতুন হলে তাদের সবাই উঠতে পারবেন না।
হলটির তৃতীয় বর্ষের আবাসিক এক ছাত্রী বলেন, ‘অনেক আগে থেকেই বলা হচ্ছে আমাদের সবার আগে নতুন হলে ওঠানো হবে, কিন্তু এখন এসে আবার উল্টো কথা বলা হচ্ছে। আমরা চাই সবাই একসঙ্গে নতুন হলে উঠব এবং তা শিগগিরই।’
এ বিষয়ে ফজিলাতুন্নেসাহলের প্রাধ্যক্ষ এ টি এম আতিকুর রহমান বলেন, ‘আমাদের প্রথম প্রাধান্য হলো গণরুম বন্ধ করা। সব হলেই গণরুম রয়েছে। তাই সব হল থেকেই শিক্ষার্থীদের নতুন হলে উঠানো হবে বলে প্রাধ্যক্ষ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে। এখন ছাত্রীদের বোঝানোর চেষ্টা করছি।’