বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যুবলীগের মিছিল থেকে বিএনপির ওপর হামলার অভিযোগ

  •    
  • ৩১ অক্টোবর, ২০২২ ২১:২২

মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ বলেন, ‘বরিশালে বিএনপির সমাবেশ বানচাল করতে এই শো ডাউন করা হচ্ছে। সন্ধ্যার পর পর গড়িয়ারপার এলাকায় লিটন মোল্লার নেতৃত্বে শো ডাউন থেকে ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মীর সাদসহ নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে। এতে ১০ থেকে ১৫ জন আহত হন।’

বরিশাল নগরীতে যুবলীগের মিছিল থেকে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

সোমবার সন্ধ্যায় নগরীর গড়িয়ারপার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় নগরীতে হঠাৎ মোটরসাইকেল মিছিল বের করেন যুবলীগ নেতাকর্মীরা। ৫ নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশের আগে ক্ষমতাসীনদের এমন শো ডাউনে উত্তপ্ত হয়ে উঠেছে নগরী।

বিএনপির অভিযোগ, যুবলীগের শো ডাউন থেকে তাদের নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।

বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর হোসাইন জানান, ১১ নভেম্বর যুবলীগের সুবর্ণজয়ন্তী সফল করতে প্রস্তুতি হিসেবে ওয়ার্ডে ওয়ার্ডে যুবলীগের নেতাকর্মীরা মিছিল করেছেন।

সন্ধ্যার পর পর কাশিপুর ইউনিয়নে মোটরসাইকেল নিয়ে শো ডাউন হয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন লিটন মোল্লার নেতৃত্বে। তারা পুরো ইউনিয়ন প্রদক্ষিণ করে।

নগরীর কবি জীবনানন্দ দাশ সড়কে মহানগর যুবলীগ নেতা শেখ আরাফাত জামান বাবুর নেতৃত্বে মিছিল বের হয়। পাশপাশি বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক, অমৃত লাল দে সড়ক, কাউনিয়া, কালিবাড়ি রোড, ফকির বাড়ি রোড ও চকবাজারসহ বেশ কয়েকটি এলাকায় মিছিল বের করে যুবলীগ।

মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ বলেন, ‘বরিশালে বিএনপির সমাবেশ বানচাল করতে এই শো ডাউন করা হচ্ছে। সন্ধ্যার পর পর গড়িয়ারপার এলাকায় লিটন মোল্লার নেতৃত্বে শো ডাউন থেকে ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মীর সাদসহ নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে। এতে ১০ থেকে ১৫ জন আহত হন। আওয়ামী লীগ কোনোভাবে আমাদের আটকাতে না পেরে হামলা করছে।’

বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল ইসলাম লিটু বলেন, ‘আমাদের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের চাঙা করার জন্য ৩০ ওয়ার্ডে মিছিল সমাবেশ হয়েছে। আমরাও যে মাঠে আছি, তা মিছিল সমাবেশের মাধ্যমে জানান দিয়েছি। বিএনপি তাদের সমাবেশ করবে, আমরা তাতে বাধা দেবো না। কিন্তু বিশৃঙ্খলা করতে চাইলে প্রতিরোধ করা হবে।’

কা‌শিপুর ইউপি চেয়ারম্যান কামাল হো‌সেন লিটন মোল্লা‌ ব‌লেন, ‘হামলার কো‌নো ঘটনা ঘ‌টে‌নি। আ‌মি আমার গা‌ড়ির ম‌ধ্যে ছিলাম, অসুস্থ থাকায় গা‌ড়ি থে‌কেও বের হই‌নি। হামলার অ‌ভি‌যোগ বিএন‌পি নেতা‌দের চক্রান্ত।’

এ বিভাগের আরো খবর