বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বরিশালে বাসের পর ৩ চাকার যানেও ধর্মঘটের ডাক

  •    
  • ৩১ অক্টোবর, ২০২২ ০০:১১

বিএন‌পির কেন্দ্রীয় ক‌মি‌টির যুগ্ম মহাস‌চিব ম‌জিবর রহমান সরওয়ার ব‌লেন, ‘সরকার ইনডিরেক্টলি হরতাল ডাকছে বিএন‌পির সমাবেশকে বানচাল করতে। কিন্তু এই সমাবেশকে ঠেকানো যাবে না কোনোভাবেই।’

সব রাস্তায় তিন চাকাওয়ালা যানের নি‌র্বিঘ্ন চলাচ‌লসহ ৫ দফা দাবিতে ৪ ও ৫ ন‌ভেম্বর ব‌রিশা‌ল জেলায় ধর্মঘট ডেকেছে আলফা, সিএন‌জি ও ইজিবাইক শ্রমিক ও মা‌লিক স‌মি‌তি।

রোবরার রাতে ব‌রিশাল জেলা আলফা, সিএন‌জি ও ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং মহানগর শ্রমিক লী‌গের সাধারণ সম্পাদক প‌রিমল চন্দ্র দাস বিষয়‌টি নি‌শ্চিত করেছেন।

তি‌নি জানান, শ্রমিক ইউনিয়ন ও মা‌লিক স‌মি‌তি যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছে।

সব রাস্তায় নির্বিঘ্ন চলাচলের দাবি ছাড়াও পাঁচ দফা দাবির মধ্যে বাস মা‌লিক ও শ্রমিক‌দের দ্বারা থ্রি হুইলার চালকদের ওপর নির্যাতন বন্ধ করা এবং সহজ শর্তে থ্রি হুইলার চালকদের ড্রাইভিং লাইসেন্স দেয়ার বিষয়টি অন্যতম।

দাবি না মানলে আরও কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছে থ্রি হুইলার চালক ও মালিক সমিতি।

প‌রিমল জানান, তাদের সংগঠনের আওতায় ব‌রিশাল জেলায় তিন হাজার থ্রি হুইলার য‌ানবাহন রয়েছে।

এদিকে ৫ নভেম্বর ব‌রিশাল বিভাগীয় সমাবেশের আগে মহাসড়কে থ্রি হুইল‌ার চলাচল বন্ধের দাবি জানিয়ে ৪ ও ৫ নভেম্বর ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস মা‌লিক গ্রুপও।

সমাবেশ সামনে রেখে চার চাকার পাশাপাশি তিন চাকার যানেও ধর্মঘটের বিষয়ে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির বলেন, ‘৫ নভেম্বর বরিশাল জনসমুদ্রে পরিণত হবে। জনগণকে কেউ ঠেকাতে পারবে না।’

বিএন‌পির কেন্দ্রীয় ক‌মি‌টির যুগ্ম মহাস‌চিব ম‌জিবর রহমান সরওয়ার ব‌লেন, ‘সরকার ইনডিরেক্টলি হরতাল ডাকছে বিএন‌পির সমাবেশকে বানচাল করতে। কিন্তু এই সমাবেশকে ঠেকানো যাবে না কোনোভাবেই। জনগণে সমুদ্রে প‌রিণত হবে সমাবেশস্থল।’

এ বিভাগের আরো খবর