চট্টগ্রামের কোতোয়ালি থানায় নিখোঁজের তিনদিন পর মেয়েশিশুর বস্তাবন্দি মরদেহ পাওয়া গেছে একটি নালায়।
জামালখান এলাকার সিকদান হোটেলের পাশের নালা থেকে বৃহস্পতিবার বিকেলে মরদেহটি পুলিশ উদ্ধার করে।
নিহত ৭ বছরের মর্জানা হক বর্ষা স্থানীয় স্কুলে প্রথম শ্রেণিতে পড়ত। সে ওই এলাকার আব্দুল হকের ছোট মেয়ে।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান।
তিনি বলেন, ‘গত ২৪ অক্টোবর শিশুটি নিখোঁজ হয়েছিল। এই ঘটনা ওর বড় বোন ফারজানা থানায় একটি ডায়েরিও করেছেন। আমরা তাদের বাড়ির আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ট্রেস করার চেষ্টা করেও সম্ভব হয়নি।
‘বিকেলে খবর পেয়ে সিকদার হোটেলের পাশের গলির নালা থেকে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।’
বর্ষার বোন ফারজানা নিউজবাংলাকে বলেন, ‘২৪ তারিখ বিকেল সাড়ে ৪টার দিকে ১০ টাকা নিয়ে গলির দোকান থেকে চিপস কিনতে যায় বর্ষা। ঘণ্টাখানেক পরও ফিরে না আসায় আমার মা নিচে গিয়ে খোঁজ করে। ওই দোকানদার তখন জানায় যে ১৫ মিনিট আগে সে চিপস কিনে চলে গেছে।’