ময়মনসিংহের হালুয়াঘাটে গাছ কাটাকে কেন্দ্র করে ভাতিজার লাঠির আঘাতে চাচি নিহত হয়েছেন। এ ঘটনায় ভাতিজাকে আটক করেছে পুলিশ।
উপজেলার গাজিরভিটা ইউনিয়নের মহাজনিকান্দা এলাকায় বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
৩৫ বছর বয়সী ওই নিহতের নাম মনোয়ারা খাতুন। তিনি ওই এলাকার রুস্তম আলীর স্ত্রী।
হালুয়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. ইমরান আল হোসাইন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, সকালে বিরোধপূর্ণ একটি জমির গাছ কাটা নিয়ে রুস্তম ও তার ভাই ছমেদ আলীর কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে ক্ষিপ্ত হয়ে ছমেদ আলীর ছেলে ছামিদুল, আতিকুলসহ পরিবারের লোকজন লাঠিসোটা নিয়ে রুস্তমের ওপর হামলা করে।
এ সময় রুস্তমের স্ত্রী মনোয়ারা খাতুন তাদের ফেরাতে গেলে আরও ক্ষিপ্ত হয় ছমেদ আলী ও তার ছেলেরা। একপর্যায়ে মনোয়ারাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিদর্শক হোসাইন বলেন, ‘খবর পেয়ে ঘটনায় জড়িত ছামিদুলকে আটক করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন।’