চট্টগ্রামের বাকলিয়ায় প্লাস্টিক ও মুড়ির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৩টি স্টেশনের ৮টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়েছে বিভিন্ন পণ্যের কয়েকটি গুদাম ও একটি বসতঘর।
বাকলিয়া থানার নোমান কলেজ এলাকায় রোববার ভোরে এ ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ভোর সোয়া ৪টার দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আমাদের তিনটি স্টেশনের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা পর ৫টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পুরোপুরি নির্বাপণ হয় ৭টা ৪০-এর দিকে।’
ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাস্থল থেকে ১ কোটি টাকার মালামাল উদ্ধার করা হয় বলে জানান এই কর্মকর্তা।