বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কৃষক হত্যায় ২৯ জনের বিরুদ্ধে মামলা, বাবা-ছেলে কারাগারে

  •    
  • ২২ অক্টোবর, ২০২২ ২১:০০

পুলিশ জানায়, বারেক হত্যার ঘটনায় ২৯ জনের নামে মামলা হয়েছে। এতে জড়িত অভিযোগে ঘটনার দিনই জুলু ও তার ছেলে রুপককে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ময়মনসিংহ সদরে জমি নিয়ে বিরোধের জেরে আব্দুল বারেক নামে এক কৃষককে হত্যার ঘটনায় বাবা-ছেলেসহ সাতজনের নাম উল্লেখ করে ২৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দুপুরে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন বারেকের ছেলে মো. শামীম হাসান।

বিকেলে আসামি জুলু ও তার ছেলে মো. রুপককে ময়মনসিংহের আমলি আদালতে নিলে বিচারক নিশাত জানান চৌধুরী তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত পরিদর্শক মো. জসিম উদ্দিন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর দক্ষিণ চরকালিবাড়ি এলাকায় আব্দুল বারেককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে।

মামলার আসামিরা হলেন, মো. জুলু মিয়া, তার ছেলে রবিন, রুপক, মো. মুন্না, জয়, রাজু মিয়া, নবীজান ওরফে ফাতেমা খাতুন। তারা শহরের আটানী পুকুরপাড় মদের ডিপো এলাকার বাসিন্দা। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১২ জন আসামি।

মামলার বরাত দিয়ে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক হোসেন জানান, নগরীর দক্ষিণ চরকালিবাড়ি এলাকায় একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে জুলুর সঙ্গে আব্দুল বারেকের বিরোধ চলছিল। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জমিতে হালচাষ করতে নামেন বারেক। জুলুর নেতৃত্বে তার ছেলেসহ আনুমানিক ২৯ জন দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠিসোটা নিয়ে জমিতে যান।

এ সময় তারা গালিগালাজ করলে নিষেধ করেন বারেক। এতে জুলু ক্ষিপ্ত হয়ে বারেকের বাম পায়ের উরুতে ছুরিকাঘাত করেন। পরে রবিন ও রুপক ছুরি ও দা দিয়ে এলোপাতাড়ি কোপান। তাদের লোকজনও বারেককে লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক পেটান।

ফারুক হোসেন আরও জানান, বারেকের ভাই আবু বক্কর সিদ্দিক ও ভাতিজা বিল্লাল হোসেন ঘটনাস্থলে এগিয়ে যান। হামলাকারীরা বিল্লালকে পিটিয়ে আবু বক্কর সিদ্দিকের মাথার পিছনে ছুরিকাঘাত করেন। এলাকার লোকজন বারেক ও আবু বক্কর সিদ্দিককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বারেককে মৃত ঘোষণা করেন।

থানার পরিদর্শক ফারুক হোসেন জানান, হত্যায় জড়িত অভিযোগে ঘটনার দিনই জুলু ও তার ছেলে রুপককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এ বিভাগের আরো খবর