পঞ্চগড়ের দেবীগঞ্জে বাড়ির পাশের ডোবা থেকে দুই বছর বয়সী যমজ বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
দেবীগঞ্জের দেবীডুবা ইউনিয়নের টাকাহারা গ্রামে মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটেছে।
মৃত শিশুরা হলো ওই গ্রামের কবির হোসেনের মেয়ে মনি ও মুক্তা।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন এসব নিশ্চিত করেছেন।
তিনি পরিবারের সদস্যদের বরাতে জানান, শিশু দুটি দুপুরে বাড়ির আঙিনায় খেলছিল। কিছুক্ষণ পর তাদের সাড়াশব্দ না পেয়ে মা-বাবা খুঁজতে বের হন। একপর্যায়ে ডোবায় তাদের দেহ ভেসে উঠলে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়, নেয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে চিকিৎসক তাদের মৃত বলে জানান।
ওসি জানান, মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।