রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি মুদ্রা পাচারের অভিযোগে সিঙ্গাপুরগামী দুই যাত্রীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন। ওই দুই যাত্র্রীর আন্ডারওয়্যারে লুকানো ছিল ১ লাখ ৪০ হাজার সৌদি রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮ লাখ টাকা।
যশোরের মো. আসাদুজ্জামান নূর ও ঢাকার মো. লিটন শিকদার নামে এই দুই যাত্রীকে শনিবার ভোরে আটক করা হয়।
তারা শনিবার ভোর ৫টার সিঙ্গাপুরগামী বিজি-০৫৮৪ ফ্লাইটের যাত্রী ছিলেন।
বিমানবন্দর এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে আমরা আগে থেকেই অবস্থান নিয়ে ছিলাম। শনিবার ভোরে টার্মিনালের ডিপার্চারে আমরা ওই দুজনকে আটক করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করেন যে পরনের আন্ডারওয়্যারের ভেতরে লুকিয়ে তারা সৌদি রিয়াল পাচারের চেষ্টা করছেন। পরবর্তীতে তারা পরিধেয় আন্ডারওয়্যারের ভেতর থেকে এক লাখ ৪০ হাজার সৌদি রিয়াল বের করে দেন।’
এপিবিএন জানায়, যাত্রী মো. আসাদুজ্জামানের কাছ থেকে ৮০ হাজার ও লিটন শিকদারের কাছ থেকে ৬০ হাজার রিয়াল উদ্ধার করা হয়। পরে তাদেরকে কাস্টমস কর্তৃপক্ষের জিম্মায় দেয়া হয়।