ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার এ বছর এক দিনে সবচেয়ে বেশি মৃত্যু হয় ডেঙ্গুতে। সে দিন ৮ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। তবে তার পরের দিনই মৃত্যুশূন্য দিন দেখে বাংলাদেশ।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭৩৪ জন রোগীকে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে শনিবার এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকায় ৪৬৮ জন এবং ঢাকার বাইরে ২৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে সারা দেশে ২ হাজার ৮৮৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯৯২ জন এবং ঢাকার বাইরে ৮৯৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যুসহ এ বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৮৯ জনের।
এ বছরের ১ জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ২৪ হাজার ৩২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৯২৪ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ভর্তি রোগীর সংখ্যা ৬ হাজার ৪০২ জন।
একই সময়ে সারা দেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ২১ হাজার ৩৪৮ জন। এর মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ৮৮১ জন এবং ঢাকার বাইরে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৪৪৬ জন।