বন্ধ হওয়া গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন নিয়ে আবার সংবাদ সম্মেলন করবে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে বেলা আড়াইটার দিকে এ সংবাদ সম্মেলনে শুরু হওয়ার কথা রয়েছে।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে শূন্য হওয়া গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে বুধবার সকাল ৮টায় ভোট শুরু হয়। এর পর থেকে বিভিন্ন কেন্দ্রে ব্যাপক অনিয়ম ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব পালনে ব্যর্থতার দৃশ্য ধরা পড়ে নির্বাচন ভবনে স্থাপন করা ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরায়।
এমন বাস্তবতায় নির্ধারিত সময় বিকেল ৪টার আগেই ভোট বন্ধ করে দেয় ইসি।
ভোট বন্ধের বিষয়ে বুধবার সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে অনেকটাই। আইন ভঙ্গ করে গোপনকক্ষে প্রবেশ করে ভোট দিয়ে দিতে আমরা স্বচক্ষে দেখেছি।’
সিইসির এ বক্তব্যের আগে বিভিন্ন অনিয়মের খবরে একে একে ৫১টি কেন্দ্রে ভোট বন্ধ করা হয়।
গাইবান্ধায় ভোট নিয়ে ফের সংবাদ সম্মেলনের কথা জানান ইসির জনসংযোগ পরিচালক আসাদুজ্জামান আরজু।
তিনি আরও জানান, এ সংবাদ সম্মেলনে সিইসি কাজী হাবিবুল আউয়ালসহ অন্য কমিশনাররা উপস্থিত থাকবেন।