আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু হবে জানিয়ে বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌমন্ত্রী শাহাজান খান বলেছেন, নির্বাচনে আসেন নইলে আমও যাবে, ছালাও যাবে।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে লালমনিরহাটের আদিতমারী সরকারি ভাদাই জিএস স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সম্মেলনে আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল ইসলাম মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শাজাহান খান।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর মতো শেখ হাসিনাকে হত্যা করে বিএনপি ক্ষমতায় আসতে চায়। ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন গুঁড়েবালিতে পরিণত হবে। নির্বাচনে না আসলে আর আশা নেই রাজনীতি করার।’
সাবেক মন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচন হবে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। সেই গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। আমরা চাই নির্বাচনের মাধ্যমে সঠিক নেতৃত্ব আসুক। খালেদা জিয়া তার ক্ষমতায় থাকাকালে বাংলাদেশে খাদ্য ঘাটতি করেছিল, বিদ্যুৎ খাম্বাই ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান বলেন, ‘বিএনপি ভোটের রাজনীতি করতে চায় না। তারা গণতন্ত্র মানে না। বিএনপি একটি নষ্ট দল। হরতালের নামে পেট্রল বোমা দিয়ে বিএনপি মানুষ পুড়িয়ে মেরেছে, গাড়ি পুড়িয়েছে, বাড়ি পুড়িয়েছে। কিন্তু দেশের মানুষ সে হরতাল সফল করতে দেয়নি। এখনও আন্দোলনের নামে বিএনপি দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। তাদের মনে দেশ প্রেম নেই, তারা লুটপাটের রাজনীতি পছন্দ করে। দেশ স্বাধীনের ৫০ বছর পর খালেদা জিয়া নিজেকে মুক্তিযুদ্ধা দাবি করে দেশের সকল মুক্তিযুদ্ধাকে অপমান করেছেন।’
‘মির্জা ফখরুল সাহেব বলেন, খালেদা জিয়া নাকি মুক্তিযোদ্ধা? তিনি তখন কোথায় ছিলেন? আবার অদ্ভুত কথা বলেন, তারেক জিয়া নাকি শিশু মুক্তিযোদ্ধা? তারা উন্মাদ হয়ে গেছেন, ক্ষমতা হারিয়ে। এই উন্মাদ ও পাগল দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে না। রাষ্ট্র পরিচালনার দক্ষ রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রের ক্ষমতার আনতে হবে।’
তিনি বলেন, ‘ক্ষমতায় এসেই বিএনপি স্বাধীনতাবিরোধী জামায়াতকে প্রতিষ্ঠিত করেছিল। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে ওই জামায়াত নেতাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে জাতিকে কলঙ্কমুক্ত করেছে।’
সম্মেলনে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, ‘বিএনপি এদেশের গণতন্ত্রকে নস্যাৎ করতে চায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের জনগণ সরকারের বোঝা। জনগণ আওয়ামী লীগ সরকারের বোঝা নয়, জনগণ একটা শক্তি। বাংলাদেশের অধিকাংশ জনগণ শেখ হাসিনাকে ভালোবাসে, সমর্থন করে। তারা আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে চায়।’
ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধন করেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য সফুরা বেগম রুমী।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান।
সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, সাখাওয়াত হোসেন সুমন খান, সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা।