নওগাঁয় শাশুড়িকে ধর্ষণের অভিযোগে ফরহাদ হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৫ নাটোর ক্যাম্পের সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়।
এ দিন ভোররাতে ঢাকার তুরাগ থানাধীন চাণ্ডালভোগ জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে ৩৫ বছর বয়সী ফরহাদকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি নওগাঁ সদর থানার দুবলহাটি বনগাঁ গ্রামে।
র্যাব জানায়, ২৮ আগস্ট সন্ধ্যায় ১১ বছরের নাতি মারা গেলে মেয়েকে দেখতে জামাই ফরহাদের বাড়িতে যান শাশুড়ি। এর পর গত ২১ সেপ্টেম্বর রাতের খাওয়া শেষে ১০টার দিকে পাশের কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়েন তিনি।
রাত ৩টার দিকে শাশুড়ির শয়নকক্ষে ঢুকে ফরহাদ তাকে মেরে ফেলার ভয় দেখিয়ে ধর্ষণ করেন।
লজ্জায় বিষয়টি তাৎক্ষণিকভাবে কাউকে জানাননি ভুক্তভোগী। পরদিন বিকেল ৪টার দিকে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে মেয়ের কাছে রাতের ঘটনা খুলে বলেন এবং নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। পরে তিনি নওগাঁ সদর থানায় মামলা করেন।
র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফরহাদ পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারে র্যাব-৫ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এবং কোম্পানি উপ-অধিনায়ক মো. রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়।
ঢাকার তুরাগ থানাধীন চাণ্ডালভোগ জামে মসজিদের সামনে থেকে ফরহাদকে গ্রেপ্তারের পর নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তর করেছে র্যাব।
নওগাঁ সদর মডেল থানার ওসি ফয়সাল বিন আহসান নিউজবাংলাকে বলেন, ‘ফরহাদ হোসেনকে আদালতে তুলে কারাগারে পাঠানোর আবেদন জানাবে পুলিশ।’