বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান।
যে কোনো ঘটনায় বিশ্ববিদ্যালয়ের গেটে তালার দেয়ার বিষয়ে কঠোর অবস্থানে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ফটকে তালা লাগালে শাস্তির ব্যবস্থা রেখে আগামীকাল নোটিশ দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার রাতে নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান।
তিনি বলেন, ‘এখন থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক, পরিবহণ দপ্তরের গেটে তালা দেয়া যাবে না মর্মে নোটিশ জারি করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যদি কেউ তালা দেয় তাহলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
রেজিস্ট্রার আরও বলেন, বিশ্ববিদ্যালয় নিয়ম অনুযায়ী শাস্তির ব্যবস্থা নেবে। নোটিশের খসড়া তৈরি হয়েছে, আগামীকাল দেয়া হবে।