বরিশালের হিজলা উপজেলায় খালে পড়ে মারা গেছে এক মাঝির দুই শিশুসন্তান।
উপজেলার বরজালিয়া ইউনিয়নের চরবাউশিয়া গ্রামে সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। মেয়ে দুটির বাবাই মরদেহ দুটি পেয়েছেন খালে।
মৃত শিশুরা হলো ৬ বছরের নুরজাহান ও ৪ বছরের নুরুন্নাহার। তারা ওই গ্রামের আলী রাঢ়ীর মেয়ে।
বরজালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ঝন্টু এসব নিশ্চিত করেছেন।
তিনি জানান, আলী খেয়া নৌকার মাঝি। দুপুরে ঘরে ফেরার সময় দুই মেয়েকে তিনি খালের পাড়ে খেলতে দেখেছিলেন। বেলা সাড়ে ৩টার দিকে নৌকা নিয়ে আবার বের হন। তখন খালে এক মেয়েকে ভেসে থাকতে দেখেন। তাকে তুলতে গেলে আরেক মেয়ের দেহও পান।
ঝন্টু জানান, দুই মেয়েকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হিজলা থানার ওসি মো. ইউনুস মিঞা জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া ছাড়াই মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।