সিলেট সিটি করপোরেশনের ২০২২-২৩ অর্থবছরের জন্য ১ হাজার ৪০ কোটি ২০ লাখ ৪৩ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে সমপরিমাণ আয় ও ব্যয় ধরা হয়েছে।
সোমবার দুপুরে নগরের একটি কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।
বাজেটে আয়ের উল্লেখযােগ্য খাতগুলাে হলাে- হােল্ডিং ট্যাক্স ৪৫ কোটি ২ লাখ ২৮ হাজার টাকা, স্থাবর সম্পত্তি হস্তান্তরের ওপর কর ১৬ কোটি টাকা, ইমারত নির্মাণ ও পুনর্নির্মাণে কর ২ দুই কোটি টাকা, বাস টার্মিনাল ইজারা বাবদ আয় ১ কোটি ৭০ লাখ টাকা, বর্জ্য ব্যবস্থাপনা খাতে আয় ১ কোটি ২০ লাখ টাকা, পানির সংযােগ লাইনের মাসিক চার্জ বাবদ ৬ কোটি ৫০ লাখ টাকা, পানির লাইনের সংযােগ ও পুনঃসংযােগ ফি বাবদ ১ কোটি টাকা, নলকূপ স্থাপনের অনুমােদন ও নবায়ন ফি বাবদ ২ কোটি টাকা।
উল্লেখযােগ্য ব্যয় খাতগুলাে হলাে- রাজস্ব খাতে ৯০ কোটি ৪২ লাখ ৭৫ হাজার টাকা, রাজস্ব খাতে অবকাঠামো উন্নয়ন ব্যয় ৩৪ কোটি ৩৫ লাখ টাকা।
বাজেট বক্তৃতায় মেয়র বলেন, করোনা ও বন্যার কারণে নগরের চলমান উন্নয়নকাজ বাধাগ্রস্ত হয়েছে। আরও কিছু প্রকল্প মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এগুলো অনুমোদন পেলে নগরের উন্নয়ন ত্বরান্বিত হবে।