বিএনপি সরকারকে বেকায়দায় ফেলতে আন্দোলনের নামে পুলিশকে হামলা করছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
সোমবার সকালে ময়মনসিংহে বিএডিসি ট্রেনিং সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিএনপি রাজপথে উসকানিমূলক কর্মসূচি দিচ্ছে। সরকারকে বেকায়দায় ফেলতে আন্দোলনের নামে তারা পুলিশের ওপর হামলা চালাচ্ছে।
আন্দোলনের নামে বিএনপি রাজপথ দখল করতে এলে মোকাবিলার জন্য আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে বলে জানান রাজ্জাক।
দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে। চালের দাম নিয়ন্ত্রণে ওএমএস, টিসিবিসহ বিভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচি চালু রাখা হয়েছে। বাজার মনিটরিংয়ের মাধ্যমে চালের দাম নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল ও যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস।
পরে নগরীর টাউন হলে ধানের উৎপাদন বৃদ্ধি নিয়ে আলোচনা সভায় যোগ দেন কৃষিমন্ত্রী।