বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনায় স্বামীকে জিজ্ঞাসাবাদ

  •    
  • ১৪ সেপ্টেম্বর, ২০২২ ১০:৫৯

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব বলেন, ‘নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্বামী আবুল হোসেনকে আটক করা হয়েছে। তাকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

রাজধানীর খিলগাঁও থানার তিলপাড়ায় কলহের জেরে স্ত্রী খুকি বেগমকে গলা কেটে হত্যা করেছেন স্বামী। এ ঘটনায় স্বামী আবুল হোসেনকে আটক করেছে খিলগাঁও থানা পুলিশ।

মঙ্গলবার রাত ১০টার দিকে নিজেদের বাসায় এ ঘটনা ঘটে।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব বলেন, ‘আমরা খবর পেয়ে খিলগাঁও তিলপাড়া এলাকায় যাই। সেখানে রক্তাক্ত অবস্থায় ওই নারীকে দেখতে পাই। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত পৌনে ২টায় ৪২ বছরের ওই নারীকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্বামী আবুল হোসেনকে আটক করা হয়েছে। তাকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ বিভাগের আরো খবর