বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তথ্য যাচাই করে সত্য প্রকাশের আহ্বান ডিএনসিসি মেয়রের

  •    
  • ৩ সেপ্টেম্বর, ২০২২ ২২:৫২

দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের বিকল্প নেই, তাই নগর সাংবা‌দিকদের জন্য সি‌টি করপোরেশ‌নের মাধ্য‌মে প্রশিক্ষ‌ণ ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, সঠিক তথ্যনির্ভর সংবাদ প্রকাশ করলে, সমস্যা তুলে ধরলে তার সমাধান করে ঢাকাকে বাসযোগ্য করতে সহজ হবে তাদের।

রাজধানীর প্রেস ইন‌স্টি‌টিউ‌ট বাংলাদেশ (পিআইবি) মিলনায়তনে শনিবার সিটি রিপোর্টাস ফোরাম (সিআরএফ) আয়োজিত দুই দিনব্যাপী নগর সাংবা‌দিক‌দের প্রশিক্ষণ কর্মশালা শে‌ষে সনদ বিতরণ অনুষ্ঠা‌নে এমন কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি মেয়র বলেন, ‘ঢাকা শহরে অনেক সমস্যা র‌য়ে‌ছে। যেগুলোকে আমি সমস্যা না বলে চ্যালেঞ্জ বলি, র‌য়ে‌ছে সমন্বয়হীনতা। এই সমন্বয়হীনতাই নগর উন্নয়‌নের জন্য বিরাট চ্যা‌লেঞ্জ। একজন নগ‌রের সেবক হি‌সে‌বে আমার কা‌ছে এটাই বড় চ্যালেঞ্জ ব‌লে ম‌নে হ‌চ্ছে। ত‌বে সবার সহ‌যো‌গিতা নি‌য়ে এক‌দিন এসব সমস্যা সমাধান ক‌রে এ শহর‌কে পরবর্তী প্রজম্মের জন্য বাসযোগ্য ক‌রে যাব।’

সে জন্য সাংবাদিকদের অনেক ভূমিকা রাখতে হবে বলে মনে করেন মেয়র আতিক; বলেন, ‘সাংবা‌দিকরা সমা‌জের দর্পণ। আপনারাই মানুষের কাছে তথ্য ও সংবাদ প্রকাশ করেন। তবে তথ্য যাচাই করে সত্য প্রকাশ করতে হবে। আপনাদের গঠনমূলক সংবাদের মাধ্যমে একটি সুন্দর ও জবাবদিহিতামূলক সমাজ ও রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। আমি আশা কর‌বে, আপনারা শহরের সকল সমস্যা, ইচ্ছা, অভাব, অসঙ্গ‌তি এসব তু‌লে ধর‌বেন। তাহ‌লেই আমরা সেসব সমাধান ক‌রে মানু‌ষের বাস‌যোগ্য কর‌তে পার‌ব।’

ডিএনসিসি মেয়ল ব‌লেন, ‘ঢাকার বড় চ্যালেঞ্জ হলো খাল, ফুটপাত দখল; আইন না মানা, যানজট। এসব সমস্যা সমাধা‌নে আমরা কাজ ক‌রে যা‌চ্ছি। সফলতা আমা‌দের আস‌বে, আস‌তেই হ‌বে। আমরা খাল উদ্ধার কর‌ছি। ফুটপাত দখলমুক্ত করছি। যানজট থেকে ম‌ুক্তির জন্য বি‌ভিন্ন কাজ কর‌ছি। এসব কাজ সক‌লের সা‌থে সমন্বয় ক‌রে করা হ‌চ্ছে।

‘এই শহরে আমরা থাকি, আমাদের ছেলে-মেয়েরা এখানেই বেড়ে উঠছে। এই শহরের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। যথাস্থানে ময়লা ফেলে, আইন মেনে চলে, অবৈধ দখল না করে আমরা শহরের প্রতি দায়িত্ব পালন করতে পারি।'

কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের উদ্দেশ্যে সমাপনী দি‌নের বক্ত‌ব্যে ডিএনসিসি মেয়র ব‌লেন, ‘নি‌জের কাজ, সততা, নিষ্ঠা দি‌য়ে একেকজন দক্ষ ও প্রখ্যাত সাংবা‌দিক হ‌বেন এটাই প্রত্যাশা ক‌রি। সাংবা‌দিকতা ক‌রে খ্যা‌তি অর্জন করা যায়। আবার অপসাংবা‌দিকতা ক‌রে দ্রুতই বা‌ড়ি গা‌ড়ির মা‌লিক হওয়া যায়। কোনটা হ‌বেন, সেটা আপনার ওপর নির্ভর কর‌ছে। সাংবাদিকদের এমনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে হবে যেন সবাই আপনাদের সম্মান করে৷ সত্য ও সঠিক তথ্য তুলে ধরে দেশের সেবা করতে হবে।’

দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের বিকল্প নেই, তাই নগর সাংবা‌দিকদের জন্য সি‌টি করপোরেশ‌নের মাধ্য‌মে প্রশিক্ষ‌ণ ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

পাশাপাশি সাংবাদিকরা বি‌দে‌শে গি‌য়েও যা‌তে প্রশিক্ষণ নি‌তে পা‌রেন এবং নগর উন্নয়ন দেখ‌তে পা‌রেন সে ব্যবস্থা করার ঘোষণাও দেন তিনি।

নগর সাংবা‌দিকদের প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপ‌স্থিত ছি‌লেন পিআইবির মহাপ‌রিচালক জাফর ওয়া‌জেদ, সিটি রিপোর্টাস ফোরামের সভাপতি আদিলুর রহমান।

এ বিভাগের আরো খবর