বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পুলিশি বাধায় বিএনপির মিছিল পণ্ড

  •    
  • ১ সেপ্টেম্বর, ২০২২ ১৬:১১

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ জানান, আইন শৃঙ্খলার অবনতি যাতে না হয়, সে কারণে মিছিল এগোতে দেয়া হয়নি।

রংপুরে পুলিশি বাধায় পণ্ড হয়েছে বিএনপির বিক্ষোভ কর্মসূচি। তবে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছেন দলের নেতাকর্মীরা।

নগরীর গ্রান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয়ের সামনে বৃহস্পতিবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।

বিএনপির নেতারা জানান, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১০টার পর থেকে দলীয় কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীরা জড়ো হন। ছাত্রদল, যুবদল, মহানগর ও জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন।

নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সামছুজ্জামান সামু বলেন, ‘দুপুর ১টার দিকে বিএনপির নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল করতে চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে আমরা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করি।’

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ জানান, আইনশৃঙ্খলার অবনতি যাতে না হয়, সে কারণে মিছিল এগোতে দেয়া হয়নি।

এ বিভাগের আরো খবর