বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৯৯৯-এ কল দিয়ে উদ্ধার ১৯ জেলে

  •    
  • ৩০ আগস্ট, ২০২২ ২২:৫২

কোস্টগার্ড সদরদপ্তরের গণমাধ্যম কর্মকর্তা মুনীফ তকি বলেন, ‘মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে জেলেদেরসহ ট্রলারটি হস্তান্তর করা হবে।’

বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে মাছ আহরণের সময় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১৯ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে তাদের উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদরদপ্তরের গণমাধ্যম কর্মকর্তা মুনীফ তকি।

তিনি জানান, গত ২৫ আগস্ট চট্টগ্রামের কালুরঘাট থেকে এমভি কমলা নামে একটি ফিশিং ট্রলার সাগরে মাছ ধরতে যায়। কিন্তু ২৭ আগস্ট ওই ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এরপর উদ্দেশহীন ভাসতে থাকে ট্রলারটি।

এ অবস্থায় জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ কল করলে কুতুবদিয়া চ্যানেল থেকে ১৯ জেলেসহ ট্রলারটিকে উদ্ধার করা হয়।

মুনিফ তকি বলেন, ‘মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে জেলেদেরসহ ট্রলারটি হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে জেলেদের চিকিৎসা ও খাবার সরবারহ করা হচ্ছে।’

এ বিভাগের আরো খবর