চট্টগ্রাম নগরীতে দুই শিশুকে খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগে পুলিশের তিন কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্তে কমিটি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
প্রত্যাহার হওয়া কনস্টেবলরা হলেন মো. মেহেদী, মো. মাজহার ও মো. এহসান।
নিউজবাংলাকে রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) শাহাদাত হুসেন রাসেল।
শিশু দুটিকে খুঁটির সঙ্গে বেঁধে মারধরের ভিডিও শনিবার রাতে ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি জানাজানি হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, লালখান বাজার এলাকার মতিঝর্ণা এলাকায় থাকে শিশু দুটি।
তাদের ও তাদের মায়েদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার দুপুরে ম্যাজিস্ট্রেট কলোনির নিরাপত্তা প্রহরী মো. তাজুলকে পাথর ছুড়ে মারে কেউ একজন। কনস্টেবল মেহেদী, মাজহার ও এহসান তখন সেখানে টহল দিচ্ছিলেন। তারা তাজুলের বিষয়টি শুনে আড্ডায় থাকা কয়েক শিশু-কিশোরকে ধাওয়া করেন।
এর মধ্যে ওই দুই শিশুকে ধরে পাশের জিলাপি পাহাড়ে নিয়ে খুঁটিতে বেঁধে মারধর করেন। এরপর দুজনকেই আবার বাড়িতে দিয়ে আসেন।
তাদের একজনের মা বলেন, ‘ঘটনা কিছুই জানি না। পুলিশ তাকে নিয়ে আসছে। জিজ্ঞেস করায় ছেলে বলেছে তারা পাঁচজন বন্ধু বসে ছিল। আরেক ছেলে নাকি কাকে পাথর মেরেছে, তাই পুলিশ তাদের ধরেছে।’
আরেকজনের মা বলেন, ‘তাদের রাস্তা থেকে ধরে মাথা ন্যাড়া করে দিয়েছে।’
নগরীর মনসুরাবাদ পুলিশ লাইনে থাকা ওই তিন কনস্টেবল সেদিন ম্যাজিস্ট্রেট কলোনি এলাকায় খুলশী থানার অধীনে টহলে ছিলেন।
নগর পুলিশ কর্মকর্তা শাহাদাত বলেন, ‘বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার পর কমিশনার স্যারের নির্দেশে ওই তিনজনকে দায়িত্ব থেকে সরিয়ে নেয়া হয়েছে। কমিটির তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’