বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ পিরোজপুরের ৭টি ট্রলারের মধ্যে ৫টির সন্ধান মিলেছে।
পিরোজপুর মৎস্য ট্রলার মালিক সমিতির সভাপতি কমল দাস জানান, শনিবার রাতে সন্ধান মেলে ওই পাঁচ ট্রলারের। তার মধ্যে একটি ট্রলার সাগরে ডুবে গেলেও ওই ট্রলারের জেলেদের ভারতীয় জেলেরা উদ্ধার করেছেন। সন্ধান পাওয়া জেলেদের মধ্যে পাড়েরহাট মৎস্যপল্লীর একই পরিবারের ছয় সদস্য আছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে ভারতীয় জেলেদের হাতে উদ্ধার বাংলাদেশি জেলেদের ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছে তাদের পরিবার।
জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল বারী বলেন, ‘ওই জেলেদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে উদ্যোগ নেয়া হবে। উদ্ধার করা জেলেরা বরগুনা, পাথরঘাটাসহ বিভিন্ন স্থানে আছেন। তারা পরিবারের কাছে ফিরে যাবেন।’
তিনি বলেন, ‘সর্বশেষ আপডেট অনুযায়ী, এখনো দুটি ট্রলারসহ মোট ১৫ জন জেলে নিখোঁজ রয়েছেন। যোগাযোগ বিচ্ছিন্ন বাকি দুটি ট্রলার আল্লাহর দান ও মায়ের দোয়া ইন্দুরকানী উপজেলার।’
ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেছা খানম জানান, সাগরে দুর্ঘটনাকবলিত সব জেলে পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।