জনগনকে সঙ্গে নিয়ে ১৪ দলকে সংগঠিত করার তাগিদ দিয়েছেন ক্ষমতাসীন জোটের নেতারা। তারা বলেছেন, সংগঠিত হলে আগামীতেও রাষ্ট্র ক্ষমতায় আসার সুযোগ রয়েছে।
শনিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন জোটের নেতারা।
‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গের নৃশংস হত্যাকাণ্ড দেশবিরোধী অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ষড়যন্ত্র’ শীর্ষক ওই সভার আয়োজন করে ১৪ দলীয় জোটের শরিক গণতন্ত্রী পার্টি।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু বলেন, ‘জনগণ যাদের সঙ্গে থাকবে তারাই আগামীতে জয়ী হবে।’
বিএনপির ২০১৪ সালের আন্দোলনের উদাহরণ টেনে দলটির উদ্দেশে তিনি বলেন, ‘আন্দোলন করার চেষ্টা তোমরা করেছ। তোমরা এদেশে নির্বাচন বানচাল করার জন্য ৬শ’ স্কুল যেখানে নির্বাচন কেন্দ্র ছিল সেগুলো পুড়িয়ে দিয়েছ। অগ্নিসংযোগ করে মানুষ হত্যা করেছ। তারপরও নির্বাচন বানচাল করতে পারনি। কারণ তোমাদের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই।’
আওয়ামী লীগের সিনিয়র এই নেতা বলেন, ‘বিএনপির নেতারা বলছেন, সংবিধান সংশোধন করতে হবে। তাদের আন্দোলনের লক্ষ্য কী সেটা আমরা বুঝি। সংবিধানের যে নির্দেশনা তার ভিত্তিতেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।’
আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ১৪ দলের যে সমর্থন আছে তাকে আমাদের আরও এগিয়ে নিয়ে যেতে হবে। বিএনপির আন্দোলন মোকাবেলায় জোটভুক্ত দলগুলোর যার যেটুকু সামর্থ্য আছে তা নিয়ে এগিয়ে আসতে হবে।
‘খালেদা জিয়ার পরিবার খুনির পরিবার। যতদিন এই পরিবার রাজনীতিতে আছে ততদিন দেশে হত্যার রাজনীতি চলবেই।’
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, ‘শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করা এত সহজ হবে না। কারণ দেশের মানুষের উপলব্ধি বোধ আছে। কথা না বলে আমাদের জনগণকে সংগঠিত করতে হবে। পরিস্থিতি এখনও আমাদের নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে।’
‘শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে ভারতকে অনুরোধ করেছি’- পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার কোনো প্রয়োজন নেই। জনগণ আমাদের সঙ্গে থাকলেই হবে। আর আমরা জনগণের ওপর আস্থা রাখি।’
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকতে দুর্নীতি ছাড়া কিছুই করেনি। আর শেখ হাসিনা জাতিকে যা দিয়েছেন এর বাইরে তারা কী দেবেন? তাই শেখ হাসিনার নেতৃত্বেই জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন জনগণকে সংগঠিত করার আহ্বান জানান।