বগুড়া সদরে কলাবাহী ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বগুড়া-রংপুর মহাসড়কের নওদাপাড়া মর্ডান হোটেলের সামনে সোমবার রাত ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন সদরের কালিবালা এলাকার মোজাম্মেল হকের ছেলে হাবিব ও কর্নপুর এলাকার রুস্তম আলীর ছেলে রকি। ২৫ বছর বয়সী দুই যুবক বন্ধু।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করে ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাবু কুমার সাহা বলেন, ‘দুজনের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে রাখা আছে।’
নিহতদের পরিবারের সদস্যদের বরাতে তিনি জানান, রাত ১১টার দিকে হাবিব ও রকি মোটরসাইকেলে করে বগুড়া থেকে মহাস্থানগড়ের দিকে যাচ্ছিলেন। পথে ঢাকাগামী কলাবাহী একটি ট্রাক তাদের সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে হাবিব ও রকি গুরুতর আহত হন।
হাবিবকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রকিকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।
পুলিশ পরিদর্শক বাবু কুমার বলেন, ‘ট্রাকচালক দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছে। এ কারণে কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় অভিযোগ সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।’
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার এসআই মোহাম্মদ আবুল হাসানাত বলেন, ‘হাবিবের মরদেহ টিএমএসএস হাসপাতালে ছিল। সকালে তার পরিবার মরদেহ নিয়ে গেছে। রকির মরদেহ রয়েছে শজিমেক হাসপাতালে। তার মরদেহ এখনও হস্তান্তর করা হয়নি।’