দিনাজপুরের ঘোড়াঘাটে পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
উপজেলার ঘোড়াঘাট ইউনিয়নের চেংগ্রাম হিজল গাড়ি গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে বৃহস্পতিবার দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
ঘোড়াঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত দুই শিশু হলো হিজল গাড়ি গ্রামের মান্নান মিয়ার ছেলে ৩ বছরের আয়াত ও ঠান্ডা মিয়ার ছেলে ৪ বছরের তানভীর।
ইউপি চেয়ারম্যান বলেন, ‘শিশু দুটি সকালে বাড়ির উঠানে খেলছিল। খেলার কোনো এক সময় তারা বাড়ির পাশের একটি পুকুরে পড়ে ডুবে যায়। পরে তাদের অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে স্থানীয়রাসহ পরিবারের লোকজন পুকুরে নামে। খোঁজাখুঁজি করে পুকুর থেকেই তাদের মরদেহ উদ্ধার করা হয়।’