পবিত্র আশুরা উপলক্ষে কারবালার মর্মান্তিক বিয়োগান্তক ঘটনা স্মরণে চট্টগ্রামে শোক মিছিল করেছে শিয়া মতাদর্শী মুসলিম সম্প্রদায়।
মঙ্গলবার শিয়া ইমামিয়া ইশনা আশারা সদরঘাট ইমাম বারগাহ’র ব্যানারে নগরীর সদরঘাটের ইমামবাড়ি থেকে এই মিছিল বের হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্যের উপস্থিতিতে কড়া নিরাপত্তায় এই মিছিলে খালি পায়ে শামিল হন কয়েক শ নারী-পুরুষ। মিছিলে শোহাদায়ে কারবালা স্মরণে প্রতীকী কফিন বহন করেন অংশগ্রহণকারীরা।
মিছিলটি নগরীর সদরঘাট ইমামবাড়ি থেকে বের হওয়ার পর কালীবাড়ি মোড় হয়ে নিউমার্কেট মোড় প্রদক্ষিণ করে ফের ইমামবাড়িতে গিয়ে শেষ হয়। বরাবরের মতোই এবারও এ দিনে ইমামবাড়িতে নানা আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিবছর ১০ মহরম আশুরার দিনে কারবালার ঘটনা স্মরণে নগরীর বিভিন্ন স্থানে এই মিছিলের আয়োজন করে শিয়া সম্প্রদায়। করোনার কারণে গত দুই বছর বড় মিছিল বের করা সম্ভব হয়নি। দুই বছর পর এবার সদরঘাট ইমামবাড়ি থেকে মাওলানা আমজাদ হোসেনের নেতৃত্বে বড় আকারের মিছিল বের হয়।
মাওলানা আমজাদ হোসেন বলেন, ‘বহু বছর ধরে এটা চলে আসছে আমাদের। এদিন মিছিল শেষে আমরা কারবালার শহীদদের জীবনী নিয়ে আলোচনা করি। কীভাবে তাদের অনুসরণ করা যায়, তা পরবর্তী প্রজন্মকে জানানোর চেষ্টা করি।’
মিছিলে কারবালার ঐতিহাসিক ঘটনা মানুষকে স্মরণ করিয়ে দিতে নানা স্লোগান দেন অংশগ্রহণকারীরা। এদিন নগরীর ঝাউতলা, শেরশাহ ও হালিশহর এলাকা থেকেও শোকমিছিল বের করার কথা রয়েছে।