বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিলেটে কমেছে বাস চলাচল, নেয়া হচ্ছে বাড়তি ভাড়া

  •    
  • ৬ আগস্ট, ২০২২ ১৩:৫৬

শ্রীমঙ্গল থেকে বাসে করে সিলেটে আসা শাকিল আহমদ বলেন, ‘আমি সপ্তাহে দুদিন শ্রীমঙ্গল থেকে সিলেটে যাওয়া আসা করি। এই সড়কের ভাড়া কালকেও ছিলো ১৩০টাকা। আজ কোনো ঘোষণা ছাড়াই ১৮০ থেকে ২০০ টাকা নেয়া হচ্ছে।’

জ্বালানি তেলের দাম বাড়ার পর সিলেটে কমে গেছে বাস চলাচল। অনেক পরিবহন সংস্থা মূল ভাড়ার চেয়ে ১০০ থেকে ১৫০ টাকা বাড়তি রাখছে বলে অভিযোগ যাত্রীদের।

শনিবার সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, অন্যদিনের তুলনায় টার্মিনাল থেকে বাস ছাড়ছে অনেক কম। টার্মিনালে বাস সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। বাস কম চলাচল করায় দুর্ভোগে পরেছেন যাত্রীরা। গাড়ি না পেয়ে অনেককে টার্মিনালে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

শ্রীমঙ্গল থেকে বাসে করে সিলেটে আসা শাকিল আহমদ বলেন, ‘আমি সপ্তাহে দুদিন শ্রীমঙ্গল থেকে সিলেটে যাওয়া আসা করি। এই সড়কের ভাড়া কালকেও ছিলো ১৩০টাকা। আজ কোনো ঘোষণা ছাড়াই ১৮০ থেকে ২০০ টাকা নেয়া হচ্ছে।’

টার্মিনালে পরিবহন শ্রমিক মানিক মিয়া বলেন, ‘আমি সিলেট জকিগঞ্জ সড়কে বাস চালাই। ডিজেলের দাম যে পরিমাণ বাড়ছে তাতে প্রতি ট্রিপে জ্বালানী খরচ দুই হাজার টাকা বেড়ে যাবে। অথচ একটি ট্রিপে খরচ শেষে দুই হাজার টাকা লাভ করা সম্ভব হয় না।’

তিনি আরও বলেন, ‘এখন গাড়ি চালালে লাভের বদলে লোকসানই হবে। মালিক পক্ষ কেন লোকসান দিয়ে গাড়ি চালাবে।’

জ্বালানির দাম কমানো না হলে কঠোর কর্মসূচি আসতে পারে জানিয়ে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম বলেন, ‘এতো বাড়তি দামে তেল কিনে গাড়ি চালিয়ে মালিক শ্রমিক কেউই টিকতে পারবে না’

তিনি জানান, রাতে মালিক শ্রমিক নেতারা বৈঠকে বসবেন। ওই বৈঠকেই পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। এতে ধর্মঘটসহ কঠোর কর্মসূচির ঘোষণা আসতে পারে।

তবে এখন পর্যন্ত কোন ভাড়া বাড়ানো হয়নি জানিয়ে সিলেট জেলা বাস মালিক সমিতির সহসভাপতি আবুল কালাম বলেন, ‘আমরা এখনও ভাড়া বাড়াইনি। এরকম সিদ্ধান্তও হয়নি। কী করবো কিছু বুঝতে পারছি না। রাতে আমরা সভা করে সিদ্ধান্ত নেব।’

ভাড়া সমন্বয় না করলে ক্ষতির মুখে পড়বেন জানিয়ে তিনি বলেন, ‘লোকসানের শংকায় আজ অনেক বাস চলছে না। অনেকে বাস কাউন্টারও বন্ধ করে দিয়েছে। এতো বাড়তি দাম দিয়ে জ্বালানি কিনে গাড়ি চালানো সম্ভব না।’

এ বিভাগের আরো খবর