কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম রেজা জানান, সকালে সুন্নত আলী মাঠে যাওয়ার পথে বৃষ্টি শুরু হয়। তিনি চাতালের মাঠের একটি কদমগাছের নিচে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
মেহেরপুরের সদর উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।
উপজেলার কুতুবপুর ইউনিয়নের উজুলপুর গ্রামের চাতালের মাঠে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
কৃষক ৪৫ বছর বয়সী সুন্নত আলীর বাড়ি একই গ্রামে।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম রেজা।
স্থানীয়দের বরাতে তিনি জানান, সকালে সুন্নত আলী মাঠের যাওয়ার পথে বৃষ্টি শুরু হয়। তিনি চাতালের মাঠের একটি কদমগাছের নিচে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।