ক্লাসরুমে ঢুকেই কেতাদুরস্ত সরকারি আমলার পরিচয়টি বেমালুম ভুলে গেলেন সচিব। গেরুয়া শার্ট আর ফ্রকে সুসজ্জিত কোমলমতি শিক্ষার্থীদের দেখে পড়াতে শুরু করে দিলেন তিনি। হয়ে গেলেন শিক্ষক।
শনিবার বরিশাল নগরীর পলাশপুরে আলহাজ্ব দলিল উদ্দিন প্রাথমিক বিদ্যালয়ে এমন কাণ্ড করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান টিপু।
এ সময় শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষার মান এবং পরিবেশ নিয়েও কথা বলেন তিনি। উপস্থিত শিক্ষকদের বিভিন্ন দিকনির্দেশনাও দেন।
প্রাথমিক শিক্ষা বরিশাল বিভাগের উপপরিচালক জামাল উদ্দিন জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান টিপু নগরীর পলাশপুর আলহাজ্ব দলিল উদ্দিন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে যান। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করেন।
জামাল উদ্দিন বলেন, ‘এ সময় ক্লাসরুমে পাঠ্যবই নিয়ে শিক্ষার্থীদের পাঠদান শুরু করে দেন তিনি।’
স্কুল পরিদর্শনের সময় সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা জাহিদুল কবীর তুহিন, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা দিলদার নাহারসহ অন্য শিক্ষা কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।