বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

  •    
  • ৩০ জুলাই, ২০২২ ১২:০৪

হরিনটানা থানার ওসি এমদাদুল হক বলেন, ‘ওই এলাকাটি পড়েছে মেট্রোপলিটন পুলিশের হরিনটানা থানাধীন এলাকায়। পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে তার পরিচয় পেয়েছি। তবে তিনি খুলনা সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন কি না তা নিশ্চিত হতে পারিনি।’

খুলনায় ময়লার গাড়ির ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

খুলনা মহানগরীর জিরো পয়েন্ট এলাকায় শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

৬০ বছর বয়সী নিহত আব্দুল জলিলের বাড়ি মহানগরীর সোনাডাঙ্গা তৃতীয় আবাসিক এলাকায়।

হরিনটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক এসব তথ্য নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল জলিল ডুমুরিয়ার দিক থেকে খুলনা মহানগরীর দিকে সাইকেলে যাচ্ছিলেন। একই সময় খুলনা মহানগরী থেকে একটি ময়লাবাহী গাড়ি ডুমুরিয়ার দিকে যাচ্ছিল। জিরো পয়েন্ট এলাকায় ওই ময়লার গাড়ির ধাক্কায় আব্দুল জলিল নিহত হন। স্থানীয়দের অভিযোগ, এটি খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ময়লার গাড়ি ছিল।

ওসি এমদাদুল হক বলেন, ‘ওই এলাকাটি পড়েছে মেট্রোপলিটন পুলিশের হরিনটানা থানাধীন এলাকায়। পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে তার পরিচয় পেয়েছি। তবে তিনি খুলনা সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন কি না তা নিশ্চিত হতে পারিনি।’

বিষয়টি এড়িয়ে গেছেন কেসিসির বর্জ্য ব্যবস্থাপক কর্মকর্তা আনিসুর রহমানও।

তিনি বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা আমার জানা নেই।’

এ বিভাগের আরো খবর