ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে নির্বাচনি সহিংসতা ঠেকাতে পুলিশের চালানো গুলিতে মায়ের কোলে থাকা শিশু নিহত হওয়ার অভিযোগ উঠেছে। গুলিতে তার মাথার খুলি উড়ে যায়।
উপজেলা বাচোর ইউনিয়নের ভাংবাড়ি বেল মার্কেটে বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। শিশুটির বাবা ও চাচার অভিযোগ, পুলিশের গুলিতেই তার সন্তানের মৃত্যু হয়েছে।
তবে বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বক্তব্য এখনও পাওয়া যায়নি।
বেল মার্কেটের পাশেই ভাংবাড়ি ভিএফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। সেখানে বুধবার হয়েছে ইউপি নির্বাচনের ভোট।
স্থানীয় মঈনুদ্দিন তালুকদারসহ কয়েকজন নিউজবাংলাকে জানান, ফল ঘোষণার পর জয়ী ও পরাজিত ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। তাদের নিয়ন্ত্রণে সেখানে যায় থানা পুলিশ। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশ গুলি চালায়। এতে বাজারের একটি দোকানের সামনে থাকা মায়ের কোলের মেয়েশিশুটির মাথায় গুলি লাগে। তার বয়স দুই বছর।
শিশুর বাবা মো. বাদশা প্রায় অচেতন হয়ে পড়েছেন। শিশুর চাচা আবু বক্কর সিদ্দিক নিউজবাংলাকে জানান, শিশুটির নাম আশা। পুলিশের গুলিতে সে ঘটনাস্থলেই মারা গেছে। তিনি ও ক্ষুব্ধ স্বজন-স্থানীয়রা মরদেহ পুলিশের গাড়ির সামনে ফেলে রেখে পথরোধ করেছেন। এরপর সে গাড়ি ভাঙচুর করা হয়েছে।
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা খতিবুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘ফল ঘোষণার পর নির্বাচনি সরঞ্জাম নিয়ে আমি কার্যালয়ে জমা দেয়ার জন্য চলে যাই। পরে শুনি যে কেন্দ্রে গণ্ডগোল হচ্ছে। আর কিছু এখনও জানি না।’
রানীশংকৈল থানার ওসি জাহিদ হাসান এ বিষয়ে কিছু জানেন না বলে রানীশংকৈল সার্কেল এসপির সঙ্গে কথা বলতে বলেন।
সার্কেল এসপি তোফাজ্জল হোসেন মোবাইল ফোনে নিউজবাংলাকে বলেন, ‘এ বিষয়ে আপাতত আমি কোনো মন্তব্য করতে পারছি না। আমি নির্বাচনি ডিউটি পালন করছি।’
নিউজবাংলার প্রতিবেদক রাত সাড়ে ৮টার দিকে জানান, তিনিসহ স্থানীয় সংবাদকর্মীরা ভোটের খবর সংগ্রহে বিকেলে ওই এলাকায় যান। ওই কেন্দ্রে সংঘর্ষের খবর পেয়ে সেখানে গিয়ে দেখেন রক্তাক্ত শিশুকে নিয়ে স্থানীয়া গাড়ি ভাঙচুর করছে। এরপর তিনিসহ অন্য সংবাদকর্মীরা থানার দিকে গেলে স্থানীরা সেখানে তাদের অবরুদ্ধ করে রাখেন।
তিনি আরও জানান, থানা ঘেরাও করে স্থানীয়রা বিক্ষোভ ও মিছিল করেছে। তাদের সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল ছুড়েছে।
নিউজবাংলার প্রতিবেদক রাত ৯টার দিকে জানান, শিশুর মরদেহ নিয়ে মিছিলটি থানায় আসলে পুলিশ টিয়ারশেল ছুড়ে ও ধাওয়া দেয়। কিছুক্ষণের মধ্যে মরদেহ থানার সামনে ফেলে রেখে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ সদস্যরা মরদেহ উদ্ধারের চেষ্টা করছেন।