ফেনীতে একটি বাড়ির সেপটিক ট্যাংক বিস্ফোরণে দিনমজুর তিন ভাই নিহত হয়েছেন।
শহরের নাজির রোডের আনোয়ার উল্লাহ সড়ক এলাকার রহুল আমিন ভবনের নিচতলায় মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ফেনী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার পঞ্চকারণ ইউনিয়নের দুই নম্বার ওয়ার্ডের সৈয়দ আলীর ছেলে আব্দুর রহমান মুন্সি, নুরুল ইসলাম মুন্সী ও মনিরুজ্জামান মুন্সি। ফেনীতে দিনমজুরের কাজ করতেন তারা।
স্থানীয়দের বরাতে পূর্ণচন্দ্র মুৎসুদ্দি নিউজবাংলাকে জানান, নির্মাণাধীন ওই চার তলা ভবনের নিচ তলায় অস্থায়ীভাবে টিনের বেড়া দিয়ে তৈরি ঘরে ভাড়া থাকতেন তিন ভাই। এ ঘরের নিচেই সেপটিক ট্যাংক। আজ বৃষ্টি থাকায় কাজে না গিয়ে ঘরে ঘুমাচ্ছিলেন তারা।
হঠাৎ সেপটিক ট্যাংকটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই মারা যান তারা। বিস্ফোরণে নিচ তলার ছাদও ক্ষতিগ্রস্ত হয়।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, ‘সেপটিক ট্যাংক থেকে গ্যাস বের হতে না পারায় এ দুর্ঘটনা ঘটে।’
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, ‘নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
ফেনী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হোয়াই অংক মারমা নিউজবাংলাকে, ‘ক্ষতিগ্রস্ত পরিবার অভিযোগ দিলে মামলা নেয়া হবে।’