বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাগরে মিলল ‘বাদুড় মাছ’

  •    
  • ২৫ জুলাই, ২০২২ ২৩:৪৫

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘এ মাছ ধরা ও বিক্রি সম্পূর্ণ অবৈধ। এ মাছ না ধরতে আমরা জেলেদের সচেতন করে আসছি।’

বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে দুটি লম্বা লেজী বা পাপড়ি মাছ। স্থানীয়ভাবে এটি বাদুর মাছ নামে পরিচিত।

মহিপুরের তিমন ফিস মৎস্য আড়তে সোমবার দুপুরে মাছ দুটি নিয়ে আসেন জাকির প্যাদা নামের এক জেলে। পরে মাছ দুটি হানিফ পল্লান নামের এক জেলে কিনে নেন।

বিক্রেতা জাকির প্যাদা জানান, দুটি মাছ ওজনে প্রায় ২০ কেজি ছিল।

৬৫ দিনের নিষেধাজ্ঞার পর (২৩ জুলাই) রাত ১২টার পর মাছ শিকার শুরু করেছেন উপকূলের জেলেরা। প্রথম দিন থেকেই জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়ার খবর মিলছে। কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘এ মাছ ধরা ও বিক্রি সম্পূর্ণ অবৈধ। এ মাছ না ধরতে আমরা জেলেদের সচেতন করে আসছি।’

তিনি আরও বলেন, অনেকটা বাদুরের মতো দেখতে হলেও এ মাছের মূল নাম লম্বা লেজী বা পাপড়ি।

এ বিভাগের আরো খবর