আচরণবিধি লঙ্ঘন করে ইলেকট্রনিক ভোটিং মেশিন- ইভিএমে ভোট দেয়া নিয়ে আওয়ামী লীগের এক নেতার বিতর্কিত মন্তব্যের পর পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপনির্বাচন স্থগিত করা হয়েছে।
সোমবার নির্বাচন কমিশন (ইসি) ওই ভোট স্থগিত ঘোষণা করে বিজ্ঞপ্তি দিয়েছে। আগামী বুধবার ইউনিয়নটিতে ভোট হওয়ার কথা ছিল।
ইসির জনসংযোগ পরিচালক আসাদুজ্জামান আরজু জানান, নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।
গত শনিবার এক উঠান বৈঠকে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম ফারুকের এক সমর্থক ‘ভোট হবে ইভিএমে, কে কোথায় ভোট দেবে তা কিন্তু আমাদের কাছে চলে আসবে। অতএব ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশনেরও কিছু নাই’ বলে বক্তব্য দেন।
আওয়ামী লীগ নেতা জোবায়দুল হক রাসেলের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। সেই সময় তার পাশেই বসে ছিলেন চেয়ারম্যান প্রার্থী ফারুক।
ইসির চিঠিতে বলা হয়, বাউফল উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শূন্য পদের উপনির্বাচনে প্রচারের সময় আচরণবিধি লঙ্ঘন বিষয়ে প্রার্থী ইব্রাহিম ফারুকের বিষয়ে অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী এসএম মহসীন একাধিকবার রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করেন।
সে বিষয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, বরিশালকে তদন্ত করে প্রতিবেদন দেয়ারও নির্দেশ দেয় ইসি।
এমন অবস্থায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০-এর বিধি ৯০-এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই নির্বাচন স্থগিত রাখার কথা বলা হয়। সে সঙ্গে এই সিদ্ধান্ত গণবিজ্ঞপ্তি জারিসহ পদ্ধতিগতভাবে কার্যক্রম গ্রহণেরও নির্দেশ দেয়া হয়।