গোপালগঞ্জে রানা মোল্লা নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলার রঘুনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।
৩৫ বছর বয়সী রানা মোল্লার বাড়ি জেলা সদরের কাঠি ইউনিয়নের মালিবাড়ি গ্রামে।
গোপালগঞ্জ সদর থানার ওসি সেখ নাসীর উদ্দীন এ সব তথ্য জানান।
স্থানীয়রা জানায়, রানা মোল্লাকে একই এলাকার বদু সরদার ও তার ১৫-১৬ সহযোগী কুপিয়ে আহত করেন। তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত বলে জানান।
এলাকার লোকজনের বরাতে পুলিশ জানায়, দুই বছর আগে কাঠি বাজারে আধিপত্য বিস্তার নিয়ে রানা মোল্লা ও তার অনুসারীরা বদু সরদারকে কুপিয়ে জখম করেন।
বিকালে রানা মোল্লা ও তার তিন বন্ধু রঘুনাথপুর এলাকায় ঘুরতে যান। তখন বদু সরদার ও তার সহযোগীরা রানাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান।