শেরপুরের শ্রীবরদীতে মুসলিম ধর্মীয় পবিত্র গ্রন্থ কোরআন শরিফ নিয়ে কটূক্তির অভিযোগে ভুট্টো নামে ৩৫ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে স্থানীয় কয়েকজনের রোষানল থেকে ভুট্টোকে উদ্ধারের পর তাকে আটক করে পুলিশ। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
আটক ভুট্টো উপজেলার খড়িয়া কাজীরচর ইউনিয়নের হালগড়া গ্রামের চান মিয়ার ছেলে।
পুলিশ জানায়, ভুট্টোর বিরুদ্ধে ডাকাতিসহ চুরি, ছিনতাই ও মাদকসেবনের অভিযোগ আছে। ইতিপূর্বে তার কোরআনবিরোধী মনোভাব প্রকাশ পেলেও স্থানীয়রা ভয়ে তাকে কিছু বলেনি।
গত বৃহস্পতিবার বাড়ির পাশের দোকানির সঙ্গে বকেয়া টাকা নিয়ে ঝগড়া করেন ভুট্টো। এ সময় তিনি কোরআন শরিফ কিনে পোড়ানোর ঘোষণা দেন বলে অভিযোগ ওঠে। এমনকি শুক্রবার রাতেও ওই দোকানে গিয়ে তিনি কোরআন নিয়ে কটূক্তি করেছেন বলে স্থানীয়দের অভিযোগ।
এরই ধারাবাহিকতায় শনিবার সকালে স্থানীয় কয়েকজন উত্তেজিত হয়ে ভুট্টোকে বাড়ি থেকে বের করে এনে মারধর শুরু করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভুট্টোকে উদ্ধার ও আটক করি। এ ঘটনায় কেউ মামলা করতে আসেনি। তবে একটি মামলার বিষয়ে আমাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা হচ্ছে।’