শেরপুরের শ্রীবরদীতে আলাদা ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার চককাউরিয়ায় ও শিমুলকুচি এলাকায় ঘটনা দুটি ঘটে।
পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে শ্রীবরদী উপজেলার চককাউরিয়া গ্রামে নিজ ঘরে বৈদ্যুতিক পাখায় সংযোগ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন কৃষক ডালি। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ডালি ওই গ্রামের ছৈয়দুর রহমানের ছেলে। তার পাঁচ মেয়ে।
ডালির মেয়ে মরিয়ম বলেন, ‘বাবা ছাড়া আমাগোর আর কেউ নাই। কে আমাগো দেখবে। খাওয়াবো কে।’
এদিকে দুপুরে উপজেলার রাণীশিমুল ইউনিয়নের শিমুলকুচি গ্রামের খোকন মিয়া নামে আরেক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি কৃষিকাজ শেষে পুকুরে পা ধুতে গেলে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হন। তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।
ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুল নাইম ডালিয়া বলেন, দুজনকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন।
শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, উভয় পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য আবেদন করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।