ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস ব্রিজের রেললাইনে স্লিপারে শুয়ে ট্রেনে কাটা পড়া থেকে রক্ষা পেলেন এক তরুণী। এ ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে। খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনাটি শুক্রবার সন্ধ্যায় ঘটেছে।
ওই তরুণীর নাম লিজা বলে জানিয়েছেন ঘটনার প্রত্যক্ষদর্শী আমজাদ হোসেন।
নিউজবাংলাকে তিনি জানান, ঘটনার পর ওই তরুণী ও তার স্বামীর সঙ্গে কথা বলে জেনেছেন যে তাদের বাড়ি আখাউড়ার বড় কুড়িপাইকা গ্রামে। লিজার স্বামীর নাম জুনাইদ গাজী।
আমজাদ জানান, সন্ধ্যায় তিতাস রেলসেতুতে দাঁড়িয়ে নদী দেখছিলেন লিজা, জুনাইদ ও তাদের সঙ্গে থাকা এক আত্মীয়। সে সময় নোয়াখালীগামী আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেন চলে এলে তারা সেতু পাড়ি দেয়ার চেষ্টা করেন। অন্য দুজন পার হতে পারলেও লিজা হোঁচট খেয়ে পড়ে যান।
আমজাদ আরও জানান, পড়ে গেলেও লিজা স্লিপারে শুয়ে পড়েন। এ কারণে ট্রেন ওপর দিয়ে চলে গেলেও তার কোনো ক্ষতি হয়নি। তবে ভয়ে অচেতন হয়ে পড়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে লিজা বাড়ি ফিরে গেছেন বলেও জানান আমজাদ।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম বলেন, ফেসবুকে এ ঘটনার ভিডিও দেখেছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।