বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৭ দিনের ব্যবধানে হালদায় আরও দুটি মৃত ডলফিন

  •    
  • ২১ জুলাই, ২০২২ ১৯:৩৮

হালদা নদীর গাঙ্গেয় Platanista gangetica প্রজাতির এই ডলফিনকে বিপন্ন প্রাণী হিসেবে লাল তালিকাভুক্ত করেছে আন্তর্জাতিক প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন)।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র চট্টগ্রামের হালদায় ৭ দিনের ব্যবধানে ফের ভেসে উঠেছে দুটি মৃত ডলফিন।

রাউজানের পশ্চিম গুজরা এলাকা থেকে বুধবার ও বৃহস্পতিবার দুটি মৃত ডলফিন উদ্ধার করা হয়।

এর আগে গত বুধবার বিকেলে একই জায়গা থেকে আরেকটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছিল।

বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির পরিচালক ও প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি ড. মনজুরুল কীবরিয়া।

তিনি নিউজবাংলাকে বলেন, ‘আজ সকালে আরেকটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। ৫ ফুট লম্বা এই ডলফিনের ওজন ৬০ কেজি। তবে এটি গলে যাওয়ায় আঘাতের চিহ্ন আছে কি না বোঝা যাচ্ছে না। এর আগে গতকাল বুধবার বিকেলে যে ডলফিন পাওয়া গিয়েছিল, সেটি লম্বায় সাড়ে ৭ ফুট। এটির ঠোঁট কাটা ও গায়ে আঘাতের চিহ্ন ছিল।’

২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত হালদা নদী থেকে এ নিয়ে ৩৮টি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

হালদা নদীর গাঙ্গেয় Platanista gangetica প্রজাতির এই ডলফিনকে বিপন্ন প্রাণী হিসেবে লাল তালিকাভুক্ত করেছে আন্তর্জাতিক প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন)।

চট্টগ্রামের কর্ণফুলী ও হালদা নদীতে গাঙ্গেয় ডলফিনের বাস। একসময় কর্ণফুলীতে নিয়মিত ডলফিনের দেখা মিলত। তবে কর্ণফুলী নদীতে দূষণ-দখল বেড়ে যাওয়ায় ও বেশি সংখ্যায় নানা ধরনের নৌযানের চলাচলের কারণে সাম্প্রতিক বছরগুলোতে ডলফিনের দেখা মেলে খুব কম।

এ বিভাগের আরো খবর