গত ২৪ ঘণ্টায় ৩২ জন করোনা রোগী ভর্তি হয়েছেন। আইসিইউতে দুইজনসহ বর্তমানে মোট ভর্তি আছেন ৩৪ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬ জন।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় এক নারীর মৃত্যু হয়েছে।
৬৫ বছরের কল্পনা রানী ময়মনসিংহ সদরের বাসিন্দা।
হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গল ও বুধবার সকালের কোনো এক সময়ের মধ্যে তার মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৩২ জন করোনা রোগী ভর্তি হয়েছেন। আইসিইউতে দুইজনসহ বর্তমানে মোট ভর্তি আছেন ৩৪ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬ জন।
এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় ওয়ান স্টপ ফ্লু কর্নারে সেবা নিয়েছেন ৮২ জন ও টেলিমেডিসিন সেবা নিয়েছেন ৪ জন বলেও জানান ওই কর্মকর্তা।