ময়মনসিংহের ফুলপুরে বাড়ি ফেরার পথে অ্যাম্বুলেন্সচাপায় একজন নিহত হয়েছেন।
ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে উপজেলার ইমাদপুর নামক স্থানে মঙ্গলবার ভোর সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে।
৫৫ বছর বয়সী আব্দুল জব্বার উপজেলার পয়ারী ইউনিয়নের ইমাদপুর গ্রামের বাসিন্দা। ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় পান বিক্রি করতেন তিনি।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, ‘জব্বার স্থানীয় ইমাদপুর বড় মসজিদে ফজরের নামাজ শেষে বাড়ি ফিরতে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ময়মনসিংহ থেকে ফুলপুরগামী একটি অ্যাম্বুলেন্স তাকে চাপা দিলে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, ‘চালককে শনাক্তের চেষ্টা চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।’