মাদারীপুরের রাজৈরে বাসের ধাক্কায় আমবোঝাই পিকআপ ভ্যানের চালক ও আম ব্যবসায়ী নিহত হয়েছেন।
ঢাকা-বরিশাল মহাসড়কে রাজৈরের আলমদস্তার এলাকায় পৌর ভবনের সামনে বুধবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন নওগাঁর পোরশা উপজেলার গাংগারিয়া গ্রামের পিকআপ ভ্যানের চালক ২২ বছর বয়সী সাদ্দাম এবং একই গ্রামের আম ব্যবসায়ী ৪৫ বছর বয়সী খাইরুল ইসলাম।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীর বরাতে তিনি জানান, একটি আমবোঝাই পিকআপ ভ্যান খুলনা থেকে মাদারীপুরের দিকে আসছিল। ভ্যানটি পৌর ভবনের সামনে পৌঁছালে সোনার বাংলা নামের একটি বাস একে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক মারা যান।
আহত অবস্থায় খাইরুল ও পিকআপ ভ্যানের হেলপার মাহাতাব আলীকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক খাইরুলকে মৃত ঘোষণা করেন।
মোস্তফাপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, ‘ঘটনার পরই চালক বাস নিয়ে পালিয়েছে। আমরা বাসটি আটক করার চেষ্টা চালাচ্ছি। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’