বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভাসানচর থেকে পালানোর সময় ১৬ রোহিঙ্গা আটক

  •    
  • ৮ জুলাই, ২০২২ ২১:০৮

জোরারগঞ্জ থানার ওসি জানান, ১৬ জনের ওই দলটিকে দেখে আশপাশের মানুষের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেন।

ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার পথে নারী ও শিশুসহ ১৬ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে মিরসরাই জেলার জোরারগঞ্জ থানার বঙ্গবন্ধু অর্থনৈতিক জোন এলাকা থেকে ওই রোহিঙ্গাদের আটক করা হয়।

বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ওসি নূর হোসেন মামুন।

তিনি জানান, আটক ১৬ জনের মধ্যে ৬ শিশু ছাড়াও ৬ নারী ও ৪ পুরুষ ছিলেন। তারা হলেন- ২৭ বছরে হালিমা খাতুন, ৮ মাস বয়সী মিজান, ১৩ বছরের ফাতেমা, ২০ বছরের মোস্তাকিমা, ২১ বছরের সানজিদা, ২৫ বছরের আবু বক্কর, ৩ বছরের ইসমত আরা, ৫ বছরের শওকত আরা, ২১ বছরের সালামত খান, ২২ বছরের শওকত উল্যাহ, ৬ মাস বয়সী ইমান শরীফ, ৬ বছরের হাসান শরীফ, ১৮ বছরের দজুমা খাতুন, ১৯ বছরের শাহীনা, ১ বছরের আব্রাহাম খান জয় ও ২১ বছরের আরিফ উল্যাহ।

ওসি আরও জানান, ১৬ জনের ওই দলটিকে দেখে আশপাশের মানুষের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে পুলিশ।

আটকরা জানিয়েছেন, কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদেরকে ভাসানচরে নেয়া হয়েছিল। পরে সেখান থেকে একটি নৌকায় চড়ে মিরসরাইয়ের জোরারগঞ্জ এলাকা দিয়ে আবারও কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশের পরিকল্পনা করেছিলেন।

তাদের বিরুদ্ধে আইনানুসারে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ওসি।

এ বিভাগের আরো খবর