বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ কিলোমিটারে জট 

  •    
  • ৮ জুলাই, ২০২২ ১২:০৭

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ট্রাফিক পুলিশের সদস্যরা সড়কে কাজ করছেন। চন্দ্রায় গাড়ি টানতে না পারায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট রয়েছে। তবে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যানজট পরিস্থিতি।’

অতিরিক্ত গাড়ির চাপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর বাইপাস থেকে কোনাবাড়ী পর্যন্ত এলাকায় জটের কারণে ধীরগতিতে পার হচ্ছে গাড়ি। এর প্রভাব পড়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও।

শুক্রবার সকালে ঈদে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়ে থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি থেকে চান্দনা চৌরাস্তা এলাকাতেও। এতে ভোগান্তিতে পড়ছেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার যাত্রী ও পরিবহন চালকরা।

এদিকে সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় দেখা দিয়েছে পরিবহন সংকট। বাস না পেয়ে সাধারণ মানুষ ট্রাকে ও পিকআপে চড়ে ঝুঁকি নিয়ে গন্তব্যে রওনা হয়েছেন।

এতেও বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। একই পরিস্থিতি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকাতেও।

এর আগে বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের শিল্প ও পোশাক কারখানা ছুটির পর পরই মহাসড়কে বাড়তে থাকে ঘরমুখো যাত্রীর চাপ। চাপ সামাল দিতে হাইওয়ে ও ট্রাফিক পুলিশের সদস্যদের হিমশিম খেতে হয় বলে জানা গেছে।

এতে রাতভর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সেই ভোগান্তি শুক্রবার দুপুরেও অব্যাহত আছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন জানান, এবারের ঈদে একযোগে গাজীপুরের সব কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে বৃহস্পতিবার বিকেল থেকে মহাসড়কে যাত্রীর চাপ কয়েক গুণ বেড়ে যায়।

সন্ধ্যার পর থেকে চন্দ্রা এলাকায় গাড়ি টানতে না পারায় যানবাহনের দীর্ঘ সারি বাড়তে থাকে। রাতে যানজটের পরিধি বেড়ে আরও ভয়াবহ আকার ধারণ করেছে, যা শুক্রবার সকালেও দেখা গেছে। এর প্রভাবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে থেমে থেমে বেশ কয়েকটি এলাকায় যানজট সৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, ‘ট্রাফিক পুলিশের সদস্যরা সড়কে কাজ করছে। চন্দ্রায় গাড়ি টানতে না পারায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট রয়েছে। তবে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যানজট পরিস্থিতি।’

এ বিভাগের আরো খবর