সাতক্ষীরায় শেষ মুহূর্তে ঈদগাহ মাঠের সাজসজ্জার প্রস্তুতি চলছে।
রোববার ঈদ সামনে রেখে এ কাজে ব্যস্ত সময় পার করছেন ঈদগাহসংশ্লিষ্ট ব্যক্তিরা, স্বেচ্ছাসেবী ও শ্রমিকরা। শুক্রবার সন্ধ্যার মধ্যেই এ কাজ শেষ হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
সাজসজ্জার কাজে নিয়োজিত শ্রমিকরা জানান, সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান জেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। ধর্মপ্রাণ মুসলিমরা এখানে ঈদের জামাতে অংশ নেবেন। এ উপলক্ষেই ঈদগাহটির সাজসজ্জা করা হচ্ছে।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘এ ময়দানে সর্বসাধারণের সঙ্গে নামাজ আদায় করবেন সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
‘ঈদগাহ সাজানোর কাজ অর্ধেকটা শেষ হয়েছে। সন্ধ্যার মধ্যে সম্পূর্ণরূপে কাজ শেষ হয়ে যাবে। এখানেই অনুষ্ঠিত হবে সাতক্ষীরার প্রধান ঈদের জামাত। এ ছাড়া শহরের ছোট ঈদগাহগুলোও সাজানো হচ্ছে। সবাই প্রস্তুতি নিচ্ছে ঈদকে সৌন্দর্যময় করে তুলতে।’
জেলা প্রশাসক আরও বলেন, ‘ঈদ উপলক্ষে জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তা ছাড়া বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে জেলায় ঈদ উদযাপনের ব্যবস্থা করা হয়েছে। জেলার কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে অন্য ঈদগাহে নামাজ অনুষ্ঠিত হবে।’