বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঈদযাত্রায় নিহত দুই পোশাকশ্রমিক

  •    
  • ৭ জুলাই, ২০২২ ০৯:৫২

রাজবাড়ী সদর থানার এসআই মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমরা দুজনের মরদেহ উদ্ধার করেছি। আহতকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাহিন্দ্রাটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।’

রাজবাড়ী শহরে মাহিন্দ্রা উল্টে দুই পোশাকশ্রমিক নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরেক পোশাকশ্রমিক।

শহরের বড়পুল এলাকায় বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ‍দুজন হলেন ঝিনাইদহের শৈলকুপা থানার নতুন দোহার গ্রামের নজরুল জোয়ার্দ্দারের ছেলে ৩০ বছরের আজিজুল জোয়ার্দ্দার ও পাশের ডাউটিয়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে ৩৫ বছরের মতিউর রহমান।নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন বলেন, ‘ওই যানবাহনে থাকা সবাই পোশাক কারখানায় কাজ করতেন। ঈদের ছুটিতে তারা বাড়িতে যাচ্ছিলেন।’

ঘটনায় আহত সবুজ জোয়ার্দ্দার নিউজবাংলাকে বলেন, ‘(বুধবার) রাতে আমরা গাজীপুরের কোনাবাড়ী থেকে ঝিনাইদহে গ্রামের বাড়িতে রওনা দিই। ভোরে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে বাস থেকে নেমে মাহিন্দ্রা গাড়িতে উঠি।

‘পথে বড়পুল এলাকায় এলে রাস্তার আইল্যান্ডের সঙ্গে ড্রাইভার লাগিয়ে দিলে গাড়ি উল্টে যায়। এতে দুজন নিহত হন। আমি মারাত্মকভাবে আহত হই। গাড়িতে আমরা ১০ জন ছিলাম। আমরা সবাই শৈলকুপা থানার বাসিন্দা।’পুলিশ কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমরা দুজনের মরদেহ উদ্ধার করেছি। আহতকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাহিন্দ্রাটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।’

এ বিভাগের আরো খবর